প্রতি মাসে আমাদের হুফ্ফাজ ও নূরানী প্রশিক্ষণ এক সাথে দুইটি পূর্ণাঙ্গ ব্যাচ: (১) প্রতি মাসের ২ তারিখ থেকে একটি পূর্ণাঙ্গ ব্যাচ ৪০ দিন পর্যন্ত।প্রতি মাসের ১০ তারিখ থেকে একটি পূর্ণাঙ্গ ব্যাচ ৪০ দিন পর্যন্ত। দুইটি ব্যাচ একটি আরেকটির সাথে সংযুক্ত করা হয় না, সম্পূর্ণ আলাদা ব্যাচ।
প্রতিদিন ফজরের পর থেকে সকাল ৯ টা পর্যন্ত হুফফাজ প্রশিক্ষণ করানো হয়,বাকি সময় নুরানী প্রশিক্ষণ করানো হয় । কোর্স শেষে দুইটা সনদ দেওয়া হয়, হুফফাজ সনদ, নূরানী সনদ ও খেদমতের ব্যবস্থা করে দেওয়া হয়।
হুফফাজ ভিডিও গ্যালারী
আপনার জানতে চাওয়া প্রশ্নের উত্তর
প্রশিক্ষণ কারা করাবেন?
হুফফাজ প্রশিক্ষকগণ হচ্ছেন-
আন্তর্জাতিক পুরুস্কার প্রাপ্ত ক্বারী শায়েখ ইলিয়াস লাহুরী সাহেব
ক্বারী এহসানুল হক ভূঁইয়া সাহেব
ক্বারী আব্দুল্লাহ আল মামুন
ক্বারী মুজাহিদুল ইসলাম সাহেব
এছাড়াও আরও অনেক ক্বারী সাহেবগণ প্রশিক্ষণ করাবেন
নূরানী প্রধান প্রশিক্ষকগণ হচ্ছেন-
নূরানী কোর্সের রত্ন দীর্ঘদিনের সিনিয়র সফল প্রশিক্ষক হাফেজ মাও. ক্বারী শায়েখ হুসাইন আহমাদ সাহেব
এছাড়াও আরও অনেক ক্বারী সাহেবগণ প্রশিক্ষণ করাবেন
আপনাদের লেখার মান কেমন হবে?
আলহামদুলিল্লাহ আমাদের লেখার মান সচরাচর সেন্টার গুলো থেকে উর্ধ্বে হবে, অনেক ভালো হবে, আমাদের লেখা দেখুন আরো দু চার পাঁচটা সেন্টারের লেখা দেখুন যদি আমাদের লেখা সেরা না হয়,তাহলে আমরা আপনাকে ফ্রি কোর্স করাবো,এটা আমাদের চ্যালেঞ্জ,যেসব সেন্টারে প্রশিক্ষকদের লেখা সাধারণ নূরানী শিক্ষকদের থেকে দুর্বল হয়ে থাকে, এদের থেকে বিরত থাকুন।
ভুয়া প্রতারণা বিষয়ে কিছু বলুন?
আপনি সরাসরি এসে পুরাতন মুয়াল্লিমদের সাথে কথা বলুন,পরিবেশ দেখুন,মুয়াল্লিমদের হাতের লেখা দেখুন, ভালো মনে হলে, অফিসে এসে ভর্তি কনফার্ম করুন, ভালো মনে না হলে চলে যাবেন।
অন্যান্য সেন্টারে এ সব সুযোগ দিবে না,আপনাকে ক্লাস রুমে না নিয়ে পুরাতন মুল্লিমদের সাথে কথা বলতে না দিয়ে ডাইরেক্ট অফিসে নিয়ে আপনাকে ভর্তি করে নেবে, আপনি পরে চাইলে ও ভর্তি বাতিল করতে পারবেন না,আমাদের এখানে ভর্তি হওয়ার পরেও ভর্তি বাতিল করার সুযোগ রয়েছে।
নূরানী হুফফাজ উভয় কোর্স একসাথে হবে কি?
জি মাত্র ৪০ দিনে নূরানী এবং হুফ্ফাজ উভয় প্রশিক্ষণ এক সাথে করানো হবে । প্রতিদিন ফজরের নামাজের পর থেকে সকাল ৯ঃ০০টা পর্যন্ত সিফাত সহ মাকামাতের ভিত্তিতে (অর্থাৎ বিভিন্ন সুরে) হুফ্ফাজ প্রশিক্ষণ করানো হবে। এ ছাড়া তাজবীদের অন্যান্য বিষয়াদি ও পড়ানো হয়, বিদায় কোর্স শেষে হুফফাজের আলাদা সনদ এর ব্যবস্থা আছে, বাকি সময়ের ভিতরে নূরানী পূর্ণাঙ্গ প্রশিক্ষণ করানো হয়। কোর্স শেষে নুরানী সনদ ও প্রদান করা হবে
প্রশিক্ষণ কে করাবেন?
প্রশিক্ষণ করাবেন:- নূরানী কোর্সের রত্ন,দীর্ঘদিনের সিনিয়র সফল প্রশিক্ষক হাঃ মাওঃ শায়েখ হুসাইন আহমাদ সাহেব
হুফফাজ প্রশিক্ষক:- ক্বারী মুজাহিদুল ইসলাম
এছাড়া আরো প্রশিক্ষকগণ প্রশিক্ষণ করাবেন
আমাদের সনদ কয়টা দেয়া হবে?
কোর্স শেষে সরকার কর্তৃক অনুমোদিত নূরানী সনদপত্র প্রদান করা হবে, সনদে রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ থাকবে, এবং আল্লামা কারী বেলায়েত হোসেন রহঃএর নাম ও উল্লেখ থাকবে, আরেকটি হুফফাজের আলাদা সনদ দেয়া হবে।আমাদের সনদ সরকার কর্তৃক রেজিস্ট্রেশনকৃত হওয়ার কারণে ইসলামিক ফাউন্ডেশন এর যেকোনো পদে এবং বেসরকারি যেকোন পদে আবেদন করতে পারবেন।
খেদমত/চাকরি দিবেন?
ঢাকার ভিতরে কিংবা ঢাকার বাহিরে যে কোন জেলায় আপনি খেদমত চাবেন,আমরা সে জেলায়, আপনাকে কোর্স শেষে ১০০% নিশ্চিত খেদমত দিয়া দিবো,ইনশাআল্লাহ। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী।
পড়ালেখা/পরিবেশ/ খাবারের মান কেমন হবে?
উন্নত পড়ালেখার পাশাপাশি সুস্থ রুচি সম্পন্ন খাবার ও মনোরম পরিবেশ সম্পন্ন একটি সেন্টার, ২৪ ঘন্টা বিদ্যুতের সুব্যবস্থা,শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ নিরাপত্তা,সুন্দর লোকেশন।ফ্রেশ পানির সুব্যবস্থা আছে। আমরা প্রত্যেকজনকে হাতে কলমে ধরে ধরে লেখা শিখে থাকি, বিদায় যে লেখায় দুর্বল সেইও আমাদের কোর্সের মাধ্যমে নিজেকে দক্ষ ও আদর্শ একজন প্রশিক্ষক হিসেবে গড়তে পারবে।
ঢাকা বোর্ড নাকি চট্টগ্রাম বোর্ড?
ক্বারী বেলায়েত হুসাইন রহঃ এর কেন্দ্র , নূরানী তা’লীমুল কুরআন বোর্ড। ঢাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড সমন্বয় পরিচালিত।
মুয়াল্লিমদের পরীক্ষার রেজাল্ট অনলাইন করা হয় কিনা?
জি অবশ্যই মুয়াল্লিমদের পরীক্ষার রেজাল্ট অনলাইন করা হবে,, যেহেতু আমাদের ওয়েবসাইট রয়েছে মুয়াল্লিমদের পরীক্ষার রেজাল্ট অনলাইন করতে আমাদের আর কোন বাধা নেই যে সমস্ত সেন্টারের ওয়েবসাইট নেই তারা চাইলেও পরীক্ষার রেজাল্ট অনলাইন করতে পারবে না ,ওয়েবসাইট ঘুরে দেখুন ওয়েবসাইটে কিছু রেজাল্ট দিয়া আছে,, যেগুলো আপনি দেখতে পারবেন ।
কোর্স অনলাইন/অফলাইন হবে?
কোর্স অফলাইনে হবে,, অনলাইনে আমরা কোর্স করাই না,,, মুয়াল্লিমরা সরাসরি কোর্স করে হাপাইয়া যায় এতটা পড়ার চাপ থাকে সেখানে অনলাইনে কিভাবে আমরা কোর্স করাবো,,, আপনিই বলুন?
কোর্স ফি কত?
কোর্স ফি কত?
৪০ দিনব্যাপী প্রশিক্ষণের ফি ৭৫০০ থাকা খাওয়া ভর্তি সহ।
৭৫০০
+৮০০
+২০০
————————–
মোট: ৮৫০০ টাকা
৪০ দিনে চক শ্লেট বই খাতা কলম ইত্যাদি এগুলোর জন্য আলাদা ৮০০টাকা ভর্তি ফরম ফি ২০০ টাকা ।
সব সেন্টারেই সমান খরচ । তবে আউট খরচটা অনেকে আগে বলে দেয় অনেকে আবার আগে বলে দেয় না, কিন্তু সবাই আউট খরচ ঠিকি নেয় ।
আপনাদের ঠিকানা কোথায়?
গাজীপুর চৌরাস্তা,,,,,, চৌরাস্তা তেই আমাদের সেন্টার,,, চৌরাস্তা চারটা রোড আছে, এর মধ্যে জয়দেবপুর রোডে আমাদের সেন্টার।
চৌরাস্তা থেকে জয়দেবপুর রোডে দুই মিনিট হেঁটে ফ্লাইওভারের শেষ মাথায় এসে নাম্বারে ফোন দিলেই আমরা মুয়াল্লিম পাঠাইয়া রিসিভ করব ।
জয়দেবপুর রোডের ফ্লাইওভারের শেষ মাথায় রাস্তার বাম পাশে আমাদের সেন্টার । জয়দেবপুর রোডে আসলেই একাধিক ব্যানার দেখা যাবে ব্যানার দেখে দেখে ও সেন্টার পর্যন্ত আসা যাবে ।
ভর্তির সময় সাথে কি কি আনতে হবে?
জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধনের ফটোকপি
পাসপোর্ট সাইজের ২কপি সদ্যতোলা ছবি
থাকার জন্য প্রয়োজনীয় বিছানাপত্র
নূরানী ভিডিও গ্যালারী
সম্মানিত প্রক্ষিকদের কিছু লেখা
শিক্ষার্থীদের হাতের লেখা
অনলাইন রেজাল্ট
নূরানী সনদ হুফফাজ সনদ
